বরপেটা (অসম): চার সন্দেহভাজন জেহাদিকে বুধবার রাতে অসমের বরপেটা থেকে গ্রেফতার করেছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে রুয়ামরি পাথর গ্রাম থেকে ওই চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে কিছু ধর্মীয় বই এবং পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের নলবাড়ি সেনা ছাউনিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সেনা আধিকারিকরা।

এদিকে, ধৃতদের পরিবারের দাবি, সকলেই নিরীহ। অবিলম্বে ওই চারজনের মুক্তির দাবিও তোলেন তাঁরা। বাংলাদেশ থেকে রাজ্যে কয়েকজন জেহাদি অনুপ্রবেশ করার খবর পেয়ে গতকালই অসম-জুড়ে হাই-অ্যালার্ট জারি করে পুলিশ। রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ বা আইসিস কার্যকলাপ নিয়ে মুখ না খুললেও, অসমের ডিজি মুকেশ সহায় এই মর্মে রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন। তিনি জানান, পুলিশ পুরো বিষয়টির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে।