পুনে: পুনের রঞ্জনগাঁওয়ের কাছে পুনে-আহমেদনগর হাইওয়ের ওপর ৪ টন মাংস উদ্ধার করল গ্রামীণ পুলিশ। এই মাংস গোমাংস বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে তারা।

স্থানীয় প্রাণীসম্পদ দফতর এই মাংস গোমাংস বলে চিহ্নিত করেছে। তবু না গরু, বলদ না মহিষের মাংস খতিয়ে দেখতে পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবে। আইন অনুয়ায়ী গরু ও বলদের মাংস রাখা মানা কিন্তু মহিষের ক্ষেত্রে এমন কোনও নিষেধাজ্ঞা নেই।

ওই মাংস বীড় এলাকা থেকে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ জানিয়েছে, অখিল ভারতীয় কৃষি গো সেবা সংঘ নামে একটি প্রতিষ্ঠান তাদের ফোন করে জানায়, গোমাংস নিয়ে যাওয়া একটি মিনি ট্রাক ও একটি পিক আপ ভ্যান আটকেছে তারা। তারপরেই ঘটনাস্থলে গিয়ে ওই মাংস উদ্ধার করে পুলিশ। মাংস নিয়ে যাওয়ার কোনও লাইসেন্স বা পারমিট না থাকায় গ্রেফতার করা হয় ৯ জনকে। যদিও পরে জামিন পেয়ে যায় তারা।

জানা গিয়েছে, ওই গাড়িতে অন্তত ৩৫টি পশুর মাংস ছিল।