নয়াদিল্লি: ২০১২-১৫-র মধ্যে দিল্লিতে প্রতিদিন গড়ে অন্তত ৪ জন মহিলা ধর্ষণ এবং ৯ জন মহিলা শ্লীলতাহানির শিকার হয়েছেন। মহিলাদের ওপর অপরাধ নিয়ে দিল্লি পুলিশের নথিতে উঠে এসেছে এমনই তথ্য।


পুলিশের তথ্য অনুযায়ী, ২০১২-তে ৭০৬টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছিল। ২০১৩-এ সেই সংখ্যাটা ছিল ১৬৩৬। ২০১৪-এ ২১৬৬। ২০১৫-এ সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ২১৯৯। প্রায় তিনগুণ বেশি।

পাশাপাশি, ২০১২-এ শ্লীলতাহানির অভিযোগ জমা হয়েছিল ৭২৭ টি। ২০১৩-এ সেই সংখ্যাটা হয় ৩৫১৫। ২০১৪-এ হয় ৪৩২২ এবং ২০১৫-এ সংখ্যাটা বেড়ে হয় ৫৩৬৭।

পুলিশের তথ্য থেকেই দেখা গিয়েছে, শুধু রাস্তাঘাটেই নয়, বাড়িতেও হেনস্থার শিকার মহিলারা। সবথেকে বেশি হয়রানির শিকার হতে হয় শ্বশুর বাড়িতে পণ না দেয়া বা ওই বিষয় নিয়ে। তথ্য অনুযায়ী, পণ না দেওয়ায় গৃহবধূকে মেরে ফেলা বা আত্মহত্যার ঘটনার ৬৮১ টি অভিযোগ জমা হয়েছে গত চার বছরে।