ভাইফোঁটার ‘উপহার’, ঝাড়খন্ডে বিপিএল পরিবারদের বিনা মূল্যে ওভেন সহ রান্নার গ্যাসের সিলিন্ডার
web desk, ABP Ananda | 01 Nov 2016 08:44 PM (IST)
হাজারিবাগ (ঝাড়খন্ড): ভাইফোঁটার উপহার ওভেন সমেত নিখরচায় রান্নার গ্যাসের সিলিন্ডার! ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাশ তাঁর রাজ্যের লক্ষাধিক গরিবি রেখার নীচে (বিপিএল) বসবাসকারী পরিবারকে এমনই উপহার বিলি করলেন মঙ্গলবার। রাজ্য সরকারের পক্ষ থেকে বোনেদের এটা ভাইফোঁটার উপহার হিসাবে তিনি দিলেন বলে জানিয়েছেন রঘুবর। এখানেই শেষ নয়, আগামী তিন বছরে রাজ্যের ১ লক্ষ ৬৬ লক্ষ বিপিএল পরিবারকে বিনা মূল্যে স্টোভ সহ গ্যাসের সিলিন্ডারের পাশাপাশি মাসে ২০০ টাকা ভরতুকি দেওয়ার টার্গেট ঠিক করা হয়েছে বলেও জানান তিনি। এজন্য সরকারি তহবিল থেকে ৪৫০ কোটি টাকা ব্যয় হবে, বলেছেন রঘুবর। এদিন প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা প্রকল্পের সূচনা করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, দেশের মধ্যে একমাত্র ঝাড়খন্ডেই বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার বিলির ক্ষেত্রে উপভোক্তাদের কাছ থেকে একটি পয়সাও নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী এও বলেন, ভারত স্বাধীন হওয়ার পর গত ৭০ বছরে বিপিএল তালিকায় থাকা পরিবারগুলির উন্নয়নে অনেক স্কিম ঘোষণা হলেও সেগুলির ঠিকঠাক রূপায়ণ হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত আড়াই বছরে যেসব প্রকল্প চালু করেছেন, তা থেকেই স্পষ্ট, তিনি ফল দেখতে চান, কাজে বিশ্বাসী। উজ্জ্বল বিকাশ যোজনাই তার একটি উদাহরণ। রঘুবর জানান, তাঁর সরকার ২০১৭ সালটিকে গরিব কল্যাণ বর্ষ হিসাবে পালন করবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে, সেই লক্ষ্যেই কাজ চলছে।