লকডাউনে বিনামূল্যে ইন্টারনেট? গুজব ওড়াল পিআইবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Apr 2020 11:43 AM (IST)
মে-র ৩ তারিখ অবধি ফ্রিতে ইন্টারনেট দেবে সরকার! ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্য ভুয়ো, জানাল প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি।
নয়াদিল্লি: মে-র ৩ তারিখ অবধি ফ্রিতে ইন্টারনেট দেবে সরকার! ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্য ভুয়ো, জানাল প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়েছে ভারত সরকাররের টেলিকমিউনিকেশন বিভাগের তরফ থেকে একটি বার্তা। তাতে বলা হয়েছে, করোনা আবহে লকডাউন চলাকালীন ৩ মে অবধি বিনামূল্যে ইন্টারনেট সার্ভিস দেবে সরকার। হিন্দি ভাষায় লেখা এই বার্তায় বলা হয়েছে, লকডাউনে বাড়িতে বন্দি রয়েছে জনগণ। আর তাই যাতে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে যোগাযোগ সুগম হয়, সেজন্য লকডাউন চলাকালীন বিনামূল্যে ইন্টারনেট সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। ছড়িয়ে পড়া মেসেজটির ওপরে রয়েছে ভারত সরকার টেলিকমিউনিকেশন বিভাগের চিহ্নও। বহু মানুষ ট্যুইটারে এই বার্তাটি রিটুইট করে তার সত্যতা জানতে চান। এই ঘটনার সত্যতা যাচাই করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি। অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয়, এই তথ্যটি সম্পূর্ণ ভুয়ো। সরকারের তরফে এমনকি কোনও টেলিকম সার্ভিসের তরফেই ফ্রি ইন্টারনেটের কোনও প্যাকেজ বা সুবিধা ঘোষণা করা হয়নি। সাধারণ নিয়মেই চলবে ইন্টারনেট। লকডাউনের ফলে ঘরবন্দি হয়ে রয়েছেন মানুষ। যোগাযোগ থেকে শুরু করে সময় কাটানো, বেড়েছে ইন্টারনেটের ব্যবহার। এর ফলে হামেশাই ছড়াচ্ছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য। সরকারের তরফে বারবার বলা হচ্ছে ভুয়ো খবরে কান না দিতে।