নয়াদিল্লি: সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের ওয়েটিং লিস্ট দীর্ঘ হলে, এবার বেসরকারি হাসপাতালে বিনামূল্যে সেই অপারেশন করাতে পারবেন রোগীরা। এমনই অভিনব সিদ্ধান্ত নিল কেজরীবাল সরকার।
সম্প্রতি, রাজ্যবাসীর জন্য বিশেষ ‘ফ্রি সার্জারি স্কিম’ চালু করেছে আপ সরকার। প্রকল্প অনুযায়ী, সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য কোনও রোগী একমাসের মধ্যে ডেট না পেলে বিনামূল্যে বেসরকারি হাসপাতালে সেই অস্ত্রোপচার করাতে পারবেন। এরজন্য ৪৮টি বেসরকারি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে কেজরীবাল প্রশাসন।
প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানান, তাঁর সরকার চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থায় বেশ কয়েকটি ‘বৈপ্লবিক পদক্ষেপ’ নিয়েছে। জানা গিয়েছে, হার্টের বাইপাস সার্জারি, কিডনি স্টোন, এবং গল ব্লাডারে ল্যাপারোস্কোপিক সার্জারি সমতে মোট ৫২ ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে।
কেজরীবাল বলেন, আমাদের সরকার দুটি প্রকল্প চালু করেছে। প্রথমত, সরকারি হাসপাতালে নিখরচায় ওষুধ মিলবে। দ্বিতীয়ত, বেসরকারি ল্যাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো যাবে। তিনি জানান, এই দুই প্রকল্পে যাতে কোনও অর্থের জোগানের ঘাটতি না হয়, তা সুনিশ্চিত করবে তাঁর সরকার।