নয়াদিল্লি: যাত্রীদের অবাধ ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রেল শিয়ালদা সহ আরও সাতটি স্টেশনে খুব শীঘ্রই নিখরচায় ওয়াই-ফাই পরিষেবা চালু করবে। রেল মন্ত্রকের এক পদস্থ আধিকারিক জানিয়েছে, গুগলের সহযোগিতায় যাত্রীদের জন্য আরও সাতটি স্টেশনে খুব শীঘ্রই বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা চালু করা হবে।
বর্তমানে মুম্বই সেন্ট্রাল, ভূবনেশ্বর, কাচেগুড়া, বিজয়ওয়াডা,রায়পুর, ভোপাল, পটনা,রাঁচি, বিশাখাপত্তনম,জয়পুর এবং গুয়াহাটি-এই এগারোটি স্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা চালু রয়েছে। ওই আধিকারিক জানিয়েছেন, শিয়ালদা, এলাহাবাদ, এর্নাকুলাম, লখনউ, উজ্জয়নী, গোরখপুরের মতো স্টেশনগুলিতে ওয়াই-ফাই পরিষেবা প্রদানের কাজ চলছে।
গুগল টেকনোলজির সহায়তায় রেলের সংস্থা রেল টেল রেলস্টেশনগুলিতে ইন্টারনেট পরিষেবা প্রদানের কাজ করছে।
স্টেশনগুলির যাত্রীরা এই হাইস্পিড ইন্টারনেটের সুবিধা পাবেন। তাঁরা তাঁদের যাত্রার জন্য কোনও বই বা গেম ডাউনলোডও করে নিতে পারবেন।
ওই আধিকারিক জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই এই সুবিধা দেশের ১০০ টি প্রধান স্টেশনে পৌঁছে দেওয়াই রেলের লক্ষ্য।