‘গণধর্ষণের ঘটনার মিটমাট’ করিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ীর থেকে টাকা দাবি, গ্রেফতার ফ্রিডম ২৫১ ফোন সংস্থার মালিক
Web Desk, ABP Ananda | 11 Jun 2018 09:54 AM (IST)
নয়াদিল্লি: একটি ‘গণধর্ষণের ঘটনার মিটমাট’ করিয়ে দেওয়ার জন্য এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ কোটি টাকা চাওয়ায় গ্রেফতার করা হল ২৫১ টাকায় ফ্রিডম ২৫১ স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করা সংস্থার অন্যতম কর্ণধার মোহিত গোয়েল সহ তিনজনকে। ডেপুটি কমিশনার অফ পুলিশ (উত্তর পশ্চিম) আসলাম খান জানিয়েছেন, ‘একটি চক্রের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন অভিযোগকারীর ভাই সহ কয়েকজনের বিরুদ্ধে রাজস্থানে ধর্ষণের অভিযোগ করে। এই ঘটনার মিটমাট করিয়ে দেওয়ার জন্য তারা টাকা চাইছিল।’ পুলিশ সূত্রে খবর, গত ৬ মার্চ রাজস্থানের আলোয়ার জেলায় এক মহিলা অভিযোগ করেন, তাঁকে একটি হোটেলে ডেকে গণধর্ষণ করেন পাঁচ ব্যবসায়ী। অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। এরপরেই ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা দাবি করেন গোয়েলরা। নয়াদিল্লির নেতাজি সুভাষ প্লেস থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। তাঁর কাছ থেকে যখন ‘ধর্ষিতা’ ও তাঁর সঙ্গীরা টাকা নিতে আসেন, তখনই তাঁদের গ্রেফতার করে পুলিশ।