নয়াদিল্লি: পাকিস্তানে গৃহবন্দি মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাথা হাফিজ মহম্মদ সঈদ তার সংগঠন জামাত-উদ-দাওয়াকে চাঙ্গা করা ও রাজনৈতিক দল খোলার তোড়জোড় চালাচ্ছে বলে শোনা যাচ্ছে। এ খবরে বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে ভারত ও অন্যত্র সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য সঈদ ও তার দলবল পাকিস্তানে যে স্বাধীনতা, সুযোগ পাচ্ছে, তা 'উদ্বেগের বিষয়' বলে জানিয়েছেন।

বাগলে বলেন, মনে হচ্ছে, নিরপরাধ মানুষের রক্তের দাগ হাতে লেগে আছে, এমন একটি লোক তার রক্তমাখা হাতটা ব্যালটের কালিতে ঢাকতে চাইছে। মানুষ খুন করতে বুলেট নিয়ে কারবার যার, সে কি ব্যালটের আড়ালে লুকোতে চাইছে?

সঈদকে রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিয়েছে, লস্কর-ই-তৈবা বা জামাত-উদ-দাওয়া, নাম যা-ই হোক, তার সংগঠন শুধু ভারতে নয়, অন্য দেশের বিরুদ্ধেও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে বলেও জানান বাগলে।

বলেন, মিডিয়া রিপোর্টে শুনছি, ও পাকিস্তানে গৃহবন্দি। তবে এটা খুব ভাল করে আমাদের জানা যে, সে ও তার সংগঠন ভারত ও অন্যদের বিরুদ্ধে হামলা চালাতে পাকিস্তানে অবাধ ছাড়পত্র পায়। এটাই গভীর চিন্তার কথা।

বাগলে এও বলেন, এ ধরনের লোকজন ও সংগঠন সন্ত্রাসবাদী হামলা চালানোর সুযোগ পাবে না, এটা সুনিশ্চিত করা পাকিস্তানের আন্তর্জাতিক দায়বদ্ধতা। এমন লোকজন, গোষ্ঠীর ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ১০০ শতাংশ কার্যকর করতে হবে পাকিস্তানকে।