শ্রীনগর: বিজনেস ভিসায় কাশ্মীরে এসে সাংবাদিকের কাজ করেছেন, পেলেট গানে জখম লোকজন ও কাশ্মীরের কয়েকজন রাজনীতিকের ছবি তুলেছেন, এই অভিযোগে গ্রেফতার করা হল ফ্রিল্যান্স ফরাসি সাংবাদিককে। কমিতি পল এডোয়ার্ড নামে ওই সাংবাদিক পেলেট গানের ছররায় আহত লোকজনের সঙ্গে দেখা করে তাদের ছবি তুলে ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত নিয়মবিধি লঙ্ঘন করেছেন বলে জানিয়েছেন কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনারেল মুনীর খান। তিনি জানান, সংশ্লিষ্ট সাংবাদিককে এজন্য আমরা হেফাজতে নিয়েছি। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করে কোঠিবাগ থানার পুলিশ। সংশ্লিষ্ট আইনের নানা ধারায় এফআইআর দায়ের করে ঘটনাটি দিল্লির ফরাসি দূতাবাসের গোচরে আনা হয়েছে বলে জানান মুনীর।
ভিসা, পাসপোর্টের নিয়মবিধি ভেঙে পেলেটে জখমদের ছবি তোলায় কাশ্মীরে গ্রেফতার ফরাসি সাংবাদিক
Web Desk, ABP Ananda
Updated at:
11 Dec 2017 03:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -