মুম্বইয়ের এক অভিজাত স্কুলের ট্রাস্টি সদস্যের বিরুদ্ধে তিন বছরের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Nov 2017 02:59 PM (IST)
মুম্বই: আন্ধেরির একটি অভিজাত এবং নামজাদা স্কুলের ট্রাস্টি সদস্যের বিরুদ্ধে স্কুলের চত্বরের মধ্যে তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পাঁচ মাস আগে এই যৌন হেনস্থার ঘটনাটি ঘটেছিল। আজ ৫৭ বছর বয়সি ওই ট্রাস্টি সদস্যকে গ্রেফতার করল আন্ধেরি পুলিশ। মহারাষ্ট্রের শিশু সুরক্ষা কমিশনের হস্তক্ষেপে অভিযুক্ত ব্রিল্যান্ট প্যাটরিক মোরিসকে গ্রেফতার করে এমআইডসি থানার পুলিশ। আজই তাঁকে আদালতে পেশ করা হয়। সেখানে তাঁকে ১৪ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আন্ধেরির ওই ইন্টারন্যাশনাল স্কুলের অন্যতম এই ট্রাস্টি সদস্যকে আক্রান্ত পড়ুয়ার ক্লাস টিচার সাহায্য করেছেন এই ঘৃণ্য কাজটি করতে। ঘটনা প্রকাশ্যে আসার পরই ওই শিক্ষিকাকেও গ্রেফতার করে মামলার অন্যতম অভিযুক্ত করেছে পুলিশ। আক্রান্ত শিশু কন্যার আইনজীবী এস.বালাকৃষ্ণ জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ৩৭৬ ধারা এবং পক্সো আইনে মামলা করা হয়েছে। যেহেতু ঘটনার পর পাঁচ মাস কেটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি, তাই শিশু সুরক্ষা কমিশনের দ্বারস্থ হতে তাঁরা বাধ্য হন। ঘটনার তদন্তে করে দেখে, পুলিশকে সঙ্গে সঙ্গে অভিযুক্তদের গ্রেফতারির নির্দেশ দেয় কমিশন। বালাকৃষ্ণের দাবি, বাচ্চাটিকে ডেকে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে। ট্রাস্টি সদস্যকে সবসময়ই সাহায্য করেছে মেয়েটির ক্লাস টিচার।