জম্মু: জম্মু ও কাশ্মীরের রজৌরি জেলায় ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তানের সেনাবাহিনী। আজ সকাল ১০.৩৫ মিনিট থেকে নৌশেরা সেক্টরে সীমান্তের ওপার থেকে গুলিবর্ষণ শুরু হয়। ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলির লড়াই চলছে। হতাহতের কোনও খবর নেই।

এ বছর নিয়মিত সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। বিশেষ করে রজৌরি ও পুঞ্চে সীমান্তের ওপার থেকে হামলার ঘটনা বেশি দেখা যাচ্ছে। পাক সেনার ক্রমাগত গোলাবর্ষণের জেরে জুলাই মাসে নৌশেরা সেক্টরের কয়েক হাজার গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই থেকে তাঁরা সরকারি আশ্রয় শিবিরে আছেন। রবিবার পুঞ্চ জেলার শাহপুর সেক্টরে পাক সেনার গুলিতে জখমন হন পাঁচজন। সেনাবাহিনীর হিসেব অনুযায়ী, ১ অগাস্ট পর্যন্ত ২৮৫ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাক সেনা।