লুধিয়ানা: পৌরাণিক কাব্য রামায়ণের রচয়িতা ঋষি বাল্মীকি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় অভিনেত্রী রাখী সবন্তের বিরুদ্ধে নতুন করে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল লুধিয়ানার একটি আদালত।
গত বছরের ৯ জুলাই আদালতে রাখীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয় আইনজীবী নরিন্দর আদিয়া। তাঁর দাবি, টিভির একটি অনুষ্ঠানে ঋষির সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে তিনি বাল্মীকি সম্প্রদায়কে আঘাত করেছেন।
এই প্রেক্ষিতে গত ৯ মার্চ রাখীর বিরুদ্ধে প্রথম জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। সেই মতো, গত এপ্রিলে লুধিয়ানা পুলিশের দুজনের একটি দল মুম্বই যায় রাখীকে গ্রেফতার করতে।
কিন্তু, বাড়িতে রাখী না থাকায়, খালি হাতে ফিরতে হয় পুলিশকে। এরপরই আদালতে আগাম জামিনের আবেদন প্রত্যাহার করেন রাখী। এবার ফের তাঁর নামে এনবিডব্লু জারি হল। বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বিশব গুপ্তর গতকাল এই রায় দিয়ে মামলার আগামী শুনানি ২ জুন ধার্য করেন।