নয়াদিল্লি: 'পদ্মাবতী'-র বেশ কয়েকটি দৃশ্য আপত্তিকর বলে অভিযোগ জানিয়ে সরানোর দাবিতে নতুন আবেদন পেশ হল সুপ্রিম কোর্টে। আবেদনটি দাখিল করে দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী এম এল শর্মা। ১ ডিসেম্বর 'পদ্মাবতী' রিলিজ হওয়ার কথা। কিন্তু ছবিতে রানি পদ্মাবতীর চরিত্র হনন করার মতো বেশ কিছু দৃশ্য রয়েছে বলে অভিযোগ জানিয়ে ছবিটি মুক্তি পাওয়ার আগে সেগুলি বাদ দেওয়ার দাবি করেছেন আগরওয়াল। ছবিটির নির্মাণের পিছনে যাঁরা রয়েছেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিও তুলেছেন তিনি। বলেছেন, কেন্দ্র, ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালি, ছবির সহ প্রযোজক ভায়াকম ১৮-র চেয়ারম্যান মুকেশ অম্বানি ও সিবিএফসি-কে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক।
প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এ এম খানবিলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ পিটিশনটি শুনতে সম্মত হলেও দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেয়।
প্রসঙ্গত, পদ্মাবতী ছবিটির সেটে দুবার হামলা করা হয়েছে। একবার জয়পুরে, আরেকবার কোলাপুরে। চলতি বছরের শুরুতে জয়পুরে শ্যুটিংয়ের সময় পরিচালক সঞ্জয় লীলা বনশালির ওপর হামলা চালায় কার্নি সেনার সদস্যরা।