চেন্নাই: দ্রাবিড়ভূমে শশীকলা-ও পনিরসেলভম কাজিয়া এখন তুঙ্গে। এই সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদ থেকে সদ্য ইস্তফা দেওয়া পনিরসেলভমের হয়ে জোড় সওয়াল করলেন দক্ষিণী ছবির সুপারস্টার কমল হাসান। শশীকলার উদ্দেশ্যে সরাসরি আক্রমণ শানিয়ে কমল হাসানের মন্তব্য, জয়ললিতার ঘনিষ্ঠ ছিলেন তিনি, তার মানে এই নয় শশীকলা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে যোগ্য প্রার্থী। বর্তমান মুখ্যমন্ত্রী পনিরসেলভম অল্পদিনের মধ্যেই বিভিন্ন বিষয় পরিচালনা করার ক্ষেত্রে যতটা দক্ষতা দেখানোর দেখিয়েছেন। তাঁকে কোন যুক্তিতে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেটাও জানতে চেয়েছেন দক্ষিণী এই সুপারস্টার। তিনি আরও দাবি করেন, তাঁকে তাঁর পদে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করতে দেওয়া উচিৎ ,কারণ রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার তার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।
রাজনৈতিক ও সামাজিক বিষয় সব সময় স্পষ্ট মতপ্রকাশ করেছেন এই সুপারস্টার। সোশ্যাল মিডিয়াতেও নিজের মতপ্রকাশে যথেষ্ট স্বচ্ছল কমল হাসান। তিনি সেখানেই ভি.কে শশীকলার উদ্দেশ্যে সরাসরি তোপ দেগে বলেন, জয়ললিতার ঘনিষ্ঠ বন্ধু হওয়া মানে রাজ্যের সবচেয়ে উচ্চপদে বসার অধিকার শশীকলা পেয়ে যাবেন, এমন ভাবার কোনও কারণ নেই। এপ্রসঙ্গে তিনি বলেন, তাঁর বাবা আইনজীবী ছিলেন। তাঁর সঙ্গে বেড়ে উঠলেও তিনি দক্ষ আইনজীবী হতে পারেননি। তেমনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ঘোরাফেরা করলেও, এই পদের জন্যে তিনি মোটে যোগ্য প্রার্থী নন। তিনি শশীকলাকে দুর্নীতির একটা বড় পিণ্ড বলেও বর্ণনা করেছেন। অভিনেতার মনে হয়েছে, শশীকলার মুখ্যমন্ত্রীর পদে বসার আগে রাজ্যের মানুষের ভাবনা, চাহিদাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিৎ ।
রাজ্যের সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ সম্পর্কে তিনি যে অখুশি, সেকথাও একাধিক টুইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন কমল হাসান।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
জয়ললিতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক শশীকলাকে মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা দেয় না:কমল হাসান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Feb 2017 12:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -