রবিবার থেকে তাজমহলে থাকা যাবে তিন ঘণ্টা
Web Desk, ABP Ananda | 29 Mar 2018 07:40 PM (IST)
আগরা: রবিবার থেকে দর্শনার্থীরা তাজমহলে থাকতে পারবেন মাত্র তিন ঘণ্টা। এমনই জানিয়ে দিল প্রত্নতাত্ত্বিক বিভাগ (এএসআই)। ভিড় এবং দূষণ কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এএসআই। এখন তাজমহলের প্রবেশদ্বার খোলা থেকে বন্ধ না হওয়া পর্যন্ত সেখানে যতক্ষণ খুশি থাকতে পারেন দর্শনার্থীরা। তবে এবার এই নিয়ম বদলাচ্ছে। এএসআই-এর আধিকারিকরা জানিয়েছেন, সপ্তাহান্তে এবং ছুটির দিনে তাজমহলে ৫০ হাজারেরও বেশি মানুষ আসেন। এর মধ্যে শিশুদের সংখ্যা ধরা নেই। কারণ, তাজমহলে প্রবেশ করার জন্য ১৫ বছরের কমবয়সিদের টিকিট লাগে না। এত মানুষের ভিড়ের ফলে তাজমহলে দূষণ ছড়াচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। সেই কারণেই তাজমহলে দর্শনার্থীদের থাকার সময় নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। কোনও দর্শনার্থী যদি তিন ঘণ্টার বেশি সময় থাকেন, তাহলে অতিরিক্ত টাকা দিতে হবে। দর্শনার্থীরা তিন ঘণ্টার বেশি থাকছেন কি না, সেটা দেখার জন্য আরও কর্মী নিয়োগ করা হবে।