শ্রীনগর: কাশ্মীরের বারামুলা জেলার একটি সাব-জেল থেকে উদ্ধার হল ১৪টি মোবাইল ফোন। বন্দিরা ওই ফোনগুলির মাধ্যমে হোয়াটসঅ্যাপে পাকিস্তানের লোকজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত বলে জানা গিয়েছে। এই বন্দিরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছোঁড়া এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার দায়ে গ্রেফতার হয়েছে। জেলের মধ্যেও তাদের সঙ্গে পাকিস্তানের লোকজনের যোগাযোগ রয়েছে। বন্দিরা কীভাবে এতদিন ধরে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ পেল, তার তদন্ত শুরু হয়েছে। ১০-১২ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জেলের কর্মীরা জঙ্গিদের মদত দিচ্ছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।


সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ দাবি করেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে পাকিস্তান। এরপরেই কাশ্মীরের ওই জেল থেকে ১৪টি মোবাইল ফোন উদ্ধার হওয়া তাৎপর্যপূর্ণ।

বারামুলার সিনিয়র পুলিশ সুপার ইমতিয়াজ হুসেন বলেছেন, ‘জেল কর্তৃপক্ষ আমাদের জানায়, বন্দিরা মোবাইল ফোন ব্যবহার করছে বলে সন্দেহ হচ্ছে। এরপর পুলিশ ও জেল কর্তৃপক্ষ যৌথ তল্লাশি চালায়। সেই তল্লাশিতেই আপত্তিজনক কার্যকলাপের প্রমাণ সহ ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওই জেলে বেশ কয়েকজন জঙ্গি বন্দি আছে। তাদের কাছ থেকেও মোবাইল ফোন পাওয়া গিয়েছে। হোয়াটসঅ্যাপে পাকিস্তানের নম্বরে যোগাযোগ রাখত ওই জঙ্গিরা। গোটা ঘটনার তদন্ত করে দেখা হবে।’