মুম্বই: মন্দিরের প্রণামীতেও এবার কর্পোরেটের ছোঁয়া। প্রণামীর বদলে এবার শেয়ার কিনে দেবতাকে নিবেদন। অভিনব উদ্যোগ মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির কর্তৃপক্ষের।
ইতিমধ্যেই শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি টেম্পল ট্রাস্টের নামে একটি ডি-ম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে। তবে এধরনের উদ্যোগ নতুন নয়। এর আগে একই রাস্তায় হেঁটে ডি-ম্যাট অ্যাকাউন্ট খুলেছে দক্ষিণ ভারতের তিরুপতি মন্দির। সেখানে ভক্তদের মধ্যে শেয়ার-প্রণামী জনপ্রিয় হওয়ার পরে একই পথে হাঁটার সিদ্ধান্ত নেয় মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির। শেয়ার গচ্ছিত রাখার সংস্থা সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেডের (সিডিএসএল) কাছে ওই ডি-ম্যাট অ্যাকাউন্ট খুলেছে মন্দির কর্তৃপক্ষ।
মন্দিরেও এবার কর্পোরেট ছোঁয়া, প্রণামীর বদলে দেবতাকে শেয়ারও নিবেদন করা যাবে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jul 2016 03:12 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -