আজ থেকে উত্তরপ্রদেশে ভোট-যুদ্ধ শুরু, প্রথম দফায় ভোট হচ্ছে ১৫টি জেলার ৭৩টি আসনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Feb 2017 09:01 AM (IST)
লখনউ: আজ থেকে উত্তরপ্রদেশে ভোট-যুদ্ধ শুরু। প্রথম দফায় ভোট হচ্ছে ১৫টি জেলার ৭৩টি আসনে। প্রার্থীর সংখ্যা ৮৩৯। ভোটদাতা ২ কোটি ৬ লক্ষ। নজরকাড়া কেন্দ্রের মধ্যে রয়েছে নয়ডা। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহর ছেলে পঙ্কজ। লালুপ্রসাদ যাদবের জামাই, সমাজবাদী পার্টির প্রার্থী রাহুল যাদব প্রতিদ্বন্দ্বিতা করছেন সিকান্দ্রাবাদ আসনে। মথুরা আসনে লড়ছেন বিজেপির জাতীয় মুখপাত্র শ্রীকান্ত শর্মা। সাত দফার ভোটে আজ উত্তরপ্রদেশের যে ৭৩টি আসনে ভোটগ্রহণ হবে, তার মধ্যে গত বিধানসভা ভোটে ২৪টি আসনে জিতেছিল সপা ও বসপা। বিজেপি জিতেছিল ১১টি। রাষ্ট্রীয় লোক দল ৯টি এবং কংগ্রেস ৫টি আসন পেয়েছিল। কিন্তু ২০১৪-র লোকসভা ভোটে বিজেপি ছাড়া আর কোনও দল এখানে খাতাই খুলতে পারেনি। এবার কংগ্রেস-সপা জোট সব হিসেব উল্টে পারে কি না, সেটাই দেখার।