মুম্বই : গ্যাসের দাম বা বুকিং, ব্যাঙ্কের টাকা জমা বা তোলা থেকে সেভিংস অ্যাকাউন্টে কম ইন্টারেস্ট। এমনকি ট্রেনের টাইম টেবিল বদল। আজ ১ নভেম্বর থেকে গোটা দেশজুড়ে লাগু হচ্ছে একাধিক নতুন নিয়ম। নতুন পরিবর্তিত নিয়মগুলো জেনে রাখুন-


সিলিন্ডার ডেলিভারি-

আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে গ্যাস বুকিংয়ের পর সিলিন্ডার ডেলিভারির সময়ে ওটিপি সার্ভিস। গ্যাস বুকিং করা হলে সিলিন্ডার পাওয়ার আগে রেজিস্ট্রার্ড ফোন নম্বরে যাবে একটি ওটিপি। যা ডেলিভারি বয়কে দিলে তবেই সিলিন্ডারের ডেলিভারি পাওয়া যাবে। ইতিমধ্যেই বিভিন্ন গ্যাস বুকিং অপারেটর যে নিয়ম চালু করে দিয়েছে। তবে আজ থেকে নিয়মটি হয়ে গেল বাধ্যতামূলক। তাই আপনার গ্যাস অপারেটরের কাছে ব্যবহার্য নম্বর না দেওয়া থাকলে ব্যহত হতে পারে সিলিন্ডারের ডেলিভারি।

ইন্ডেনের বুকিং নম্বর বদল-

ইন্ডেন গ্যাস অপারেটরের তরফে আজ থেকে চালু করা হল নতুন গ্যাস বুকিং নম্বর। আর আগের নম্বরে ফোন করে করা যাবে না গ্যাস বুকিং। নতুন নম্বরে ফোন বা মেসেজ করলে তবেই হবে গ্যাস বুকিং। নতুন বুকিং নম্বরটি হল-7718955555

পরিবর্তনশীল হবে গ্যাসের দাম-

এবার থেকে প্রত্যেক মাসের শুরুর দিনে স্থির হবে গ্যাসের সিলিন্ডারের দাম। দেশের সরকারি তেল কোম্পানিগুলি যে মূল্য স্থির করবে। যার ফলে প্রত্যেক মাসে গ্যাসের দাম বাড়তে বা কমতে পারে।

ব্যাঙ্কে টাকা জমা বা তোলার ক্ষেত্রে-

১ নভেম্বর থেকে ব্যাঙ্কে টাকা জমা বা তোলার নির্দিষ্ট সংখ্যা পেরোলে গুণতে হবে বাড়তি অর্থ। মাসে তিনবারের বেশি টাকা জমা করলে চতুর্থবার থেকে প্রত্যেক জমা করার বারে দিতে হবে ৪০ টাকা বেশি। আর ব্যাঙ্ক ভেদে টাকা তোলার নির্দিষ্ট সীমা পেরোলে গুণতে হবে ১৫০ টাকা জরিমানা। জনধন অ্যাকাউন্টধারীদের টাকা জমার ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও তোলার ক্ষেত্রে যে অতিরিক্ত টাকার অঙ্ক বারপ্রতি ১০০ টাকা করে।

সেভিংক্স অ্যাকাউন্টে ইন্টারেস্ট কমাল এসবিআই-

দেশের সবথেকে বড় ব্যাঙ্ক এসবিআই ফের ইন্টারেস্ট কমাল সেভিংস অ্যাকাউন্টে। আজ থেকে সেভিংস অ্যাকাউন্টে জমা অর্থে ইন্টারেস্ট পাওয়া যাবে ৩.২৫ শতাংশ। যা আগের থেকে ০.২৫ শতাংশ কম।

বদলাল ট্রেনের টাইম টেবিল-

আজ থেকে বদলে যাচ্ছে একাধিক ট্রেনের সময়। ১৩ হাজার প্যাসেঞ্জার ট্রেন, ৩০ রাজধানীর সময় বদলে যাচ্ছে। করোনা আবহে এখনও চালু হয়নি লোকাল ট্রেন। যখন থেকে তা চালু হবে তা দৌড়বে নতুন টাইম টেবিল অনুযায়ী।