বিদেশসচিব বৈঠক: বল পাকিস্তানের কোর্টে, জানাল ভারত
Web Desk, ABP Ananda | 18 Aug 2016 03:45 PM (IST)
নয়াদিল্লি: বিদেশসচিব পর্যায়ের বৈঠক প্রসঙ্গে ঘুরিয়ে পাকিস্তানের ওপর চাপসৃষ্টি করল ভারত। নয়াদিল্লি জানিয়ে দিল, বৈঠকে সীমান্তপার সন্ত্রাস, জম্মু ও কাশ্মীরে অনধিকার প্রবেশ এবং জবরদখল নিয়ে হবে। এবার ওরাই স্থির করুক বৈঠকে তারা ইচ্ছুক কি না। সম্প্রতি, পাক বিদেশসচিব আইজাজ আহমেদ চৌধুরি ভারতকে প্রস্তাব দেন জম্মু ও কাশ্মীরে সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করার। এর উত্তরে বিদেশসচিব এস জয়শঙ্কর সাফ জানিয়ে দেন, আলোচ্য বিষয়বস্তু সন্ত্রাস, অনুপ্রবেশ এবং জবরদখলের ওপর সীমাবদ্ধ থাকাটাই বাঞ্ছনীয়। জয়শঙ্করের বক্তব্যকে এদিন সাংবাদিকদের সামনে তুলে ধরে বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করতে রাজি তিনি, যদি পাকিস্তান তাঁর দাবিতে রাজি থাকে তাহলে। স্বরূপ বলেন, বল এখন পাকিস্তানের কোর্টে। ওরা একটা প্রস্তাব দিয়েছে। আমরা উত্তর দিয়েছি। এখন একে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পাকিস্তানের। এর আগে, ইসলামাবাদকে পাঠানো গত ১৬ অগাস্টের চিঠিতে বিদেশসচিব জয়শঙ্কর সাফ জানিয়ে দিয়েছিলেন, জম্মু ও কাশ্মীরের অভ্যন্তরীণ বিষয়ে কোনও মন্তব্য করার আইনি অধিকার পাকিস্তানের নেই। কারণ, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।