পুনে: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে ক্যাম্পাসে এলে ফল ভাল হবে না। হুমকি দিয়ে চিঠি ও ডিটোনেটর ভরা পার্সেল পৌঁছল পুণে এফটিআইআই-য়ে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে পড়ুয়াদের মধ্যে। ১০ দিন আগে ক্যাম্পাসে উপস্থিত হয়ে পুণে এফটিআইআই-এর আন্দোলনকারী ছাত্রদের পাশে থাকার বার্তা দেন কানহাইয়া কুমার। জেএনইউ-এর ছাত্র সংসদের সভাপতির সেই সফরের এতদিন পর কেন হুমকি পার্সেল এল, তা নিয়ে ধন্দ ছড়িয়েছে। এফটিআইআই ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধির দাবি করেছেন ছাত্ররা।


এফটিআইআই-র পূর্বতন ডিরেক্টর প্রশান্ত পার্থবের নামে পার্সেলটি পাঠানো হয়েছে। ডেকান থানার ইন্সপেক্টর সুষমা চবন জানিয়েছেন, পার্সেলে একটি চিঠি ও ডিটোনেটর সহ সাদা পাওডার রয়েছে।ক্যাম্পাসে কানহাইয়ারে ঢুকতে না দিতে ডিরেক্টরকে হুমকি দেওয়া হয়েছে।

পুলিশের অনুমান, গত এপ্রিলে কানহাইয়ার সফরের আগেই প্যাকেটটি পাঠানো হয়েছিল। পার্সেলে থাকা পাওডার ডিটোনেটর পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চবন।