পুণে: সদ্য নিযুক্ত চেয়ারম্যান অনুপম খেরকে খোলা চিঠি দিয়ে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করল পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এফটিআইআই) ছাত্র সংগঠন। স্বল্প সময়ের কোর্স, প্রতিষ্ঠা দিবস পালনে আপত্তি জানানো হয়েছে। এই চিঠিতে সই করেছেন ছাত্র সংগঠনের সভাপতি রবিন জয় ও সাধারণ সম্পাদক রোহিত কুমার। এই চিঠিতে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি, স্বল্প সময়ের যে কোর্স চালু করা হয়েছে তাতে ছবি তৈরির বিষয়ে জ্ঞান লাভ করা সম্ভব নয়। আলো, ক্যাম্পাসের সামনে সেট পিস তৈরির জন্য যে পরিমাণ অর্থ খরচ করা হচ্ছে তা পরিকাঠামো উন্নয়ন, বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য খরচ করা যেতে পারে। তার ফলে ছাত্র-ছাত্রীদের উপকার হবে।’

বুধবারই এফটিআইআই-এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অনুপম। মুম্বইয়ে তাঁর নিজস্ব অভিনয় শিক্ষা প্রতিষ্ঠান থাকার কথা উল্লেখ করে এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্র সংগঠন। এরপর বৃহস্পতিবার খোলা চিঠিতে সিলেবাস, কোর্স ফি, পরিকাঠামো, শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভূমিকার মতো বিষয়গুলি নিয়ে আপত্তি জানানো হয়েছে।