নয়াদিল্লি: অবৈধ পাচার রুখতে এবার ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে আধুনিক ফুল বডি ট্রাক স্ক্যানার (এফবিটিএস) বসাতে চলেছে কেন্দ্র।


বুধবার, রাজ্যসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, সরকার এধরনের পাঁচটি উচ্চক্ষমতাসম্পন্ন স্ক্যানার কেনা হচ্ছে।


এই এফবিটিএস-এর ফলে, মালপত্র না নামিয়েও গোটা ট্রাক বা লরি একলপ্তে স্ক্যান করা সম্ভব। পাচার বা চোরাচালান রুখতে এই ফুল বডি ট্রাক স্ক্যানার অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারে।


সীমান্ত অঞ্চলগুলি দিয়ে ট্রাক বা অন্যান্য গাড়ির মাধ্যমে অন্য মালপত্রের সঙ্গে মিশিয়ে বিভিন্ন চোরাচালান হয়ে থাকে। তাকে রুখতেই এই দৈত্যকায় স্ক্যনারের প্রয়োজন।


রিজিজু জানান, পেট্রাপোল ছাড়াও এই স্ক্যানার বসবে আট্টারি, রক্সাল, পুঞ্চ-চাকানদা-বাগ এবং উরি-সালামাবাদ সীমান্তে।


অন্য একটি প্রশ্নে, আরেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গঙ্গারাম আহির জানান, ২০১৬ সালে মোট ৩৬৪ অনুপ্রবেশের চেষ্টার ঘটনা ঘটেছে।


তিনি বলেন, ২০১৬ সালে গড়ে প্রতিদিন একবার করে পাকিস্তান থেকে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়েছে। উল্লেখ্য, ২০১৪ ও ২০১৫ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ২২২ ও ১২১।


যদিও, ৩৬৪ চেষ্টার মধ্যে কতগুলি সফল হয়েছে, সেই খতিয়ান এদিন পেশ করেননি মন্ত্রী।