নয়াদিল্লি: প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ৩৩৫ বছর আগে এমনটাই জানিয়েছিলেন স্যর আইজ্যাক নিউটন। এটিই নিউটনের তৃতীয় সূত্র হিসেবে বিশ্বে খ্যাত। নিউটনের এই সূত্রকে অসম্পূর্ণ বলে বর্ণনা করলেন অজয় শর্মা নামে সিমলা-র এক গবেষক। তার কারণ, তাঁর মতে ক্রিয়া প্রতিক্রিয়ার তুলনায় সমান, কম অথবা বেশি, সবই হতে পারে।আর এই ব্যাপারেই আরও গবেষণা করার জন্য এবং নিউটনের তৃতীয় সূত্রের সীমাবদ্ধতাগুলিকে প্রমাণ করার জন্য তিনি রাজ্য সরকারের কাছে সাহায্য চেয়েছেন। তিনি যাতে হিমাচল প্রদেশ ইউনিভার্সিটিতে গবেষণা করতে পারেন, সে জন্য সেখানেই তিনি ১০ লক্ষ টাকা পাঠাতে অনুরোধ জানিয়েছেন। এই গবেষণা তাত্ত্বিক দিক থেকে বিশ্বের বিজ্ঞানী মহলের সমর্থন মিলেছে জানিয়ে অজয় শর্মার বক্তব্য, এবার তাঁর বিষয়টি পরীক্ষানিরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখানোর সময় এসেছে।
হিমাচল প্রদেশ সরকারের শিক্ষা বিভাগের অ্যাসিস্টান্ট ডিরেক্টর অজয় শর্মা মনে করছেন নিউটনের তৃতীয় সূত্রের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল, এটি বস্তুর আকার সম্পর্কে কোনও কিছুই বলে না। অজয় শর্মার বিশ্বাস, ৩৩৩ বছর ধরে নমস্য নিউটনের তৃতীয় গতিসূত্রে কিছু সীমাবদ্ধতা আছে; আর তা প্রমাণ করতেই তিনি আর্থিক সহায়তা চাইছেন।
উল্লেখ্য, স্যার আইজাক নিউটনের তিনটি গতিসূত্রের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে পুরো ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যা। তৃতীয় সূত্র বলেছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কুড়ি বছর আগে, একটি জার্নালে প্রকাশিত এক নিবন্ধে অজয় শর্মা দাবি করেন, তাত্ত্বিকভাবে এই সূত্রে পরিবর্তন আনা সম্ভব। সেখানে বলা হয়, তৃতীয় সূত্রের সেই প্রতিক্রিয়া সমান, কম বা বেশিও হতে পারে।কিন্তু তাত্ত্বিক ওই ধারণাকে পরীক্ষাগারে প্রমাণ করতে আরও কিছু গবেষণা দরকার।
জীবনের ৩৬ বছর নিউটন, আইনস্টাইন আর আর্কিমিডিস নিয়ে গবেষণা করে কাটিয়ে দেওয়া অজয় বলেন, “৩৩৩ বছরের পুরনো নিউটনের তৃতীয় সূত্রটির পরীক্ষামূলক সংস্কার করা সম্ভব; আর এজন্য কিছু পরীক্ষার প্রয়োজন আছে। দেশ ও বিদেশের নামি বিজ্ঞানীরা এই পরামর্শই দিয়েছেন। এজন্য খরচ হবে ১০ থেকে ১২ লাখ টাকা।”
নিউটনের তৃতীয় সূত্র কোনো রকম সংশয় ছাড়া সকল ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য বলে ধরা হলেও অজয়ের দাবি, বস্তুর আকার বিবেচনায় না নেওয়াটা এই সূত্রের একটি বড় সীমাবদ্ধতা। বস্তু গোলাকার, অর্ধবৃত্তাকার, ছাতার মত ত্রিভূজাকার, পাইপের মত লম্বা, কোনাকৃতি, সমতল বা অসম আকারের হলেও নিউটনের তৃতীয় সূত্রে তা কোনো প্রভাব ফেলে না। ওই সূত্র অনুযায়ী, ক্রিয়া ও প্রতিক্রিয়া সব সময়ই সমান।
কিন্তু অজয়ের দাবি, প্রতিক্রিয়া অবশ্যই বস্তুর আকারের সাপেক্ষে কম, বেশি বা সমান হতে পারে।
অজয় শর্মা বলছেন, “বিষয়টি চূড়ান্তভাবে প্রমাণের জন্য সূক্ষ্ম কিছু পরীক্ষা করা দরকার। এখন পর্যযন্ত নিউটনের তৃতীয় সূত্র কোনো পরীক্ষা ছাড়াই মেনে নেওয়া হয়েছে; এটা বিজ্ঞানসম্মত নয়।”
ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সেসের আন্তর্জাতিক জার্নাল ‘কারেন্ট সায়েন্স’ লিখেছে, নিউটনের তৃতীয় সূত্রের ভাষ্যে ‘অস্পষ্টতা’ সত্যিই আছে। আর বিষয়টি সামনে আনার জন্য অজয়ের অভিনন্দন প্রাপ্য। ভারতের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধন গত জুলাইয়ে অজয়ের এই গবেষণার প্রস্তাব দিল্লির কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের মহাপরিচালকের কাছে পাঠান। কিন্তু সেখান থেকে কাঙ্ক্ষিত সাড়া এখনও পাননি ৫৭ বছর বয়সী অজয়।
নিউটনের তৃতীয় সূত্রের ‘খামতি শুধরে দিতে’ ১০ লক্ষ টাকার তহবিল চান সিমলার গবেষক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Nov 2020 10:31 AM (IST)
তিনি যাতে হিমাচল প্রদেশ ইউনিভার্সিটিতে গবেষণা করতে পারেন, সে জন্য সেখানেই তিনি ১০ লক্ষ টাকা পাঠাতে অনুরোধ জানিয়েছেন। এই গবেষণা তাত্ত্বিক দিক থেকে বিশ্বের বিজ্ঞানী মহলের সমর্থন মিলেছে জানিয়ে অজয় শর্মার বক্তব্য, এবার তাঁর বিষয়টি পরীক্ষানিরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখানোর সময় এসেছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -