হায়দরাবাদ: তেলঙ্গনায় শেষকৃত্য সম্পন্ন হল মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হাতে নিহত ভারতীয় ছাত্র শরৎ কোপ্পুর। গতকাল রাতেই হায়দরাবাদ বিমানবন্দরে পৌঁছয় নিথর দেহ। সেখালেই তাঁকে শ্রদ্ধা জানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয় সহ অন্যান্য নেতারা।


এরপর বিমানবন্দর থেকে তা নিয়ে যাওয়া হয় নিহতের বাড়ি ওয়ারাঙ্গলের করিমাবাদে। এদিন শেষকৃত্যে উপস্থিত ছিলেন তেলঙ্গনার উপ-মুখ্যমন্ত্রী কাদিয়াম শ্রীহরি সহ অন্যান্য নেতারা।


গত শুক্রবার কানসাস সিটিতে লুঠেরাদের খপ্পরে পড়েন ২৫ বছর বয়সী শরৎ। তিনি রেস্তোরাঁয় কাজ করতেন, সেখানে হানা দেয় ডাকাতদল। বাধা দিলে তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়।


গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে শরতকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আততায়ীদের খোঁজে ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে কানসাস সিটি পুলিশ।