পটনা: বিহারে 'সুশাসন' নিয়ে কথা বলা বৃথা। এখানে 'মহা জঙ্গল রাজ' চলছে। এভাবেই বিহার সরকারকে আক্রমণ করলেন আরজেডি সাংসদ মহম্মদ তসলিমুদ্দিন।
প্রসঙ্গত, এই মন্তব্য করার ঠিক একদিন আগে বিহারের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তসলিমুদ্দিন বলেন, নীতীশ কুমারের প্রধানমন্ত্রী হওয়ার কোনও যোগ্যতাই নেই। দিবাস্বপ্ন দেখছেন তিনি। বিহারে সুশাসন প্রতিষ্ঠা করতে তিনি ব্যর্থ। উল্লেখ্য, সামনের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নীতীশের নাম শোনা যাচ্ছে।
আরজেডি সাংসদ বলেন, দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন নীতীশ কুমার। যিনি রাজ্যেই সুশাসন প্রতিষ্ঠিত করতে পারেননি, তিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন কীভাবে! বিহারে মদ্যপান নিষিদ্ধ করে যেভাবে এর বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন তিনি, তা থেকে একথা স্পষ্ট, তিনি সম্পূর্ণ পাগল, কটাক্ষ আরজেডি সাংসদের।
তসলিমুদ্দিনের কাছে জানতে চাওয়া হয়, নীতীশের দলের সঙ্গে তাঁদের জোট থাকা সত্ত্বেও কেন তিনি তাঁদের বিরোধিতা করছেন। উত্তরে তিনি জানান,অন্যায় দেখেও চুপ করে থাকতে পারবেন না তিনি।
বিহারে শাসন-ব্যবস্থা ভেঙে পড়েছে, এই অভিযোগ তুলেছে বিজেপি। বিহারে গয়া রোডে গাড়ি ওভারটেক করায় এক কিশোরকে বিধায়ক পুত্রের গুলি করে খুনের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন বিহারে প্রতিদিনই অপরাধ বেড়ে চলেছে।
'সুশাসন' নিয়ে কথা বলা বৃথা, বিহারে 'মহা জঙ্গল রাজ' চলছে: আরজেডি সাংসদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 May 2016 08:10 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -