মুম্বই: শুক্রবার মহারাষ্ট্রের আহমেদনগরের রাহুরিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত চলার মধ্যেই আচমকা জ্ঞান হারালেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী। পরে তিনি সাংবাদিকদের জানান, কনভোকেশনের পোশাক পরে থাকায় শরীরে অক্সিজেনের অভাব হওয়ার ফলেই এমন হয়েছে। বলেন, অনুষ্ঠানের মধ্যে দমবন্ধ বোধ করছিলাম। অনুষ্ঠানমঞ্চে বাইরের হাওয়া, বাতাস ঢুকছিল না। সমাবর্তন অনুষ্ঠানের পোশাক পরা ছিল। অক্সিজেন কম ছিল। সেজন্যই অজ্ঞান হয়ে পড়ি। আমার শরীর ঠিকই আছে। রক্তচাপ বা সুগারের কোনও সমস্যা এখন নেই। এর আগে তিনি শরীরে সুগারের মাত্রা কমে যাওয়াকে কারণ বলে উল্লেখ করেছিলেন। ঘটনার পরপরই জ্ঞান ফিরে পেয়ে ট্যুইট করেছিলেন, লো সুগারের ফলে কিছুটা শারীরিক সমস্যা হয়েছিল। ডাক্তাররা পরীক্ষা করেছেন, এখন ভালই আছি। আমার আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানানোয় আপনাদের সবাইকে ধন্যবাদ।
ঘটনার একটি ভিডিওতে দেখা গিয়েছে, গডকরী অজ্ঞান হওয়ার পর পাশে দাঁড়িয়ে থাকা মহারাষ্ট্রের রাজ্যপাল সিএইচ বিদ্যাসাগর রাও তাঁকে ধরে রেখেছেন। তাঁকে অনু্ষ্ঠান স্থলে থাকা ডাক্তাররা পরীক্ষা করেন, তাঁর রক্তচাপ মাপা হয়। প্রায় ১০ মিনিট তিনি মঞ্চেই বসে থাকেন। পরে হেঁটে গিয়ে গাড়িতে ওঠেন। পরে তিনি শিরডি সাইবাবা মন্দিরে যান। সেখান থেকে বিমানে নিজের শহর নাগপুর পৌঁছন বিকাল সাড়ে চারটেয়। নাগপুর বিমানবন্দরে বলেন, তাঁর ভার্টিগো হয়েছিল অনুষ্ঠান চলাকালে প্রচন্ড গরম ও দম আটকানো পরিস্থিতির ফলে। আমার রক্তচাপ, সুগারের মাত্রা স্বাভাবিক। এতে বহু দলীয় কর্মী উদ্বিগ্ন। তবে চিন্তার কোনও ব্যাপার নেই। ডাক্তারদের পরামর্শ মতো বেশ কিছু পরীক্ষা, চেক আপ করাব।