নয়াদিল্লি: বিতর্কিত সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের পাশে দাঁড়িয়ে বিমান সংস্থাগুলির বিরুদ্ধে গুণ্ডার মতো আচরণ করার অভিযোগ করল শিবসেনা। আজ লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে বৈঠকের আগে শিবসেনা সাংসদরা দাবি করেন, সন্ত্রাসবাদীদের বিমানে উঠতে দেওয়া হচ্ছে। কিন্তু সাধারণ মানুষকে বাধা দেওয়া হচ্ছে। এয়ার ইন্ডিয়ার কর্মীরাই প্রথমে গায়কোয়াড়ের সঙ্গে দুর্ব্যবহার করেন। সেই কারণে তাঁদের ক্ষমা চাওয়া উচিত।


শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত সংসদের বাইরে সাংবাদিকদের বলেন, ‘গায়কোয়াড় কী করেছেন? বিমান সংস্থাগুলির আচরণ মাফিয়া ও গুণ্ডাদের মতো। তাদের সংস্থায় চেয়ারের নীচে কী হচ্ছে সেটা দেখা উচিত। সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তিনিও পাল্টা এফআইআর করেছেন। তদন্ত চলছে। এদেশে এখনও একনায়কতন্ত্র চালু হয়নি। গায়কোয়াড়ের উপর বিমানে চড়ার নিষেধাজ্ঞা জারি করা উচিত না। তিনি কি জঙ্গি? সন্ত্রাসবাদী, আন্ডারওয়ার্ল্ড ডন, দুর্নীতিগ্রস্তরা বিমানে চড়তে পারে, কিন্তু একজন সাংসদ, যিনি সাধারণ মানুষ, তিনি বিমানে চড়তে পারবেন না।’

এয়ার ইন্ডিয়ার প্রবীণ কর্মীকে চটি দিয়ে মারার কারণেই গায়কোয়াড়ের উপর বিমানে চড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে একাধিক সংস্থা। ফলে বিমানে চড়তে না পেরে গাড়ি নিয়ে দিল্লিতে এসেছেন এই বিতর্কিত সাংসদ। শিবসেনা অবশ্য দলীয় সাংসদের পাশে দাঁড়িয়েছে। সঞ্জয়ের দাবি, বিমান সংস্থাগুলির এই ধরনের একনায়কতন্ত্রী আচরণ চলতে থাকলে একদিন প্রধানমন্ত্রী ও লোকসভার স্পিকারকেও বিমানে চড়তে দেওয়া হবে না।