নয়াদিল্লি: বিরল ঘটনা। খুনের দায়ে যাবজ্জীবন সাজা পাওয়ায় পঞ্জাবের এক পুলিশ আধিকারিকের পদক ফিরিয়ে নেওয়া হল। গুরমীত সিংহ নামে ওই সাব-ইন্সপেক্টরকে ১৯৯৭ সালে সাহসিকতার জন্য পদক দেওয়া হয়েছিল। কিন্তু ২০০৬ সালে খুনের দায়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয় গুরমীতকে। তিনি চাকরি থেকেও বরখাস্ত হন। ২০১৫ সালে এই খবর জানতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ বিষয়ে পঞ্জাব পুলিশের সঙ্গে যোগাযোগ করে কেন্দ্র। গুরমীতের সাজার নিশ্চিত হওয়ার পর তাঁর পদক ফিরিয়ে নেওয়া হল।
২০০১ সালে খুনের অভিযোগ দায়ের করা হয় গুরমীতের বিরুদ্ধে। পাঁচ বছর পরে তাঁকে সাজা দেওয়া হয়। কিন্তু ২০১৫ সালের জুলাই মাসের আগে পর্যন্ত এ বিষয়ে কেন্দ্র কেন কিছু জানতে পারেনি সেটাই আশ্চর্যের। গুরমীতের সাজার বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই তাঁর পদক ফিরিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রক। এ মাসের ৭ তারিখ সেই সুপারিশ মঞ্জুর করেছেন রাষ্ট্রপতি।
খুনের দায়ে যাবজ্জীবন সাজা, কেড়ে নেওয়া হল পঞ্জাবের পুলিশ আধিকারিকের পদক
Web Desk, ABP Ananda
Updated at:
15 Jun 2017 05:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -