আন্তর্জাতিক সমীক্ষায় ট্রাম্প,পুতিনকে পিছনে ফেলে বিশ্বের প্রথম তিন নেতার মধ্যে স্থান মোদীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jan 2018 01:47 PM (IST)
নয়াদিল্লি: একটি আন্তর্জাতিক সমীক্ষায় বিশ্বনেতাদের তালিকায় প্রথম তিনজনের মধ্যে স্থান হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কয়েকদিন পরেই সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের বৈঠকে যোগ দিতে যাবেন মোদী। তার আগে গ্যালপ ইন্টারন্যাশনালের বার্ষিক সমীক্ষায় বিশ্বনেতাদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন মোদী। প্রায় ৫০ টি দেশজুড়ে সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় যাঁরা মতামত প্রকাশ করেছেন তাঁরা ভারতের প্রধানমন্ত্রীকে চিনের প্রেসিডেন্ট জি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতো নেতাদের থেকে এগিয়ে রেখেছেন। এই সমীক্ষায় শীর্ষস্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। দ্বিতীয় স্থানে ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাকরন।