মুম্বই: লাদাখ সীমান্তে চিনা সেনার হামলায় ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর ঘটনার পর থেকে উত্তাপ বাড়ছে। সেই পরিস্থিতিতে বেজিংয়ের উদ্দেশে বার্তা দিতে বড় পদক্ষেপ করল মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার। চিনা সংস্থাকে বরাত দেওয়া তিন প্রকল্পের কাজ স্থগিত করে দিল মহারাষ্ট্র।


তিন প্রকল্পে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা ছিল। মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী সুভাষ দেশাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপও কেন্দ্রের নির্দেশ মেনেই নেওয়া হবে।

সম্প্রতি চিন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থার সঙ্গে মহারাষ্ট্র সরকারের ১২টি চুক্তি সই হয়েছিল। তার মধ্যে তিনটি চিনা সংস্থার সঙ্গে ছিল। সেই তিনটিই আপাতত স্থগিত করে দিয়েছে মহারাষ্ট্র সরকার। এর মধ্যে হেঙ্গলি ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ২৫০০ কোটি টাকা, গ্রেট ওয়াল মোটরসের সঙ্গে ৩৭৭০ কোটি টাকা এবং পিএমআই ইলেকট্রো মোবিলিটির সঙ্গে ১০০০ কোটি টাকা বিনিয়োগের চুক্তি হয়েছিল।

লাদাখের ঘটনার পর থেকে ক্রমশ জোরালো হচ্ছে চিনা পণ্য বয়কটের দাবি। এর মধ্যেই অর্থনৈতিক ক্ষেত্রে চিনের ব্যাপারে পদক্ষেপ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। লাদাখ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা সর্বদলীয় বৈঠকে উদ্ধব বলেছিলেন, ভারত যে দূর্বল নয় এবার চিনকে তা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। সেই পথেই পা বাড়ালেন শিবসেনা সুপ্রিমো।