নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত সিআরপিএফ জওয়ানদের পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেট তারকা গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সহবাগ।
গত রবিবার, শ্রীনগরে উপ-নির্বাচনকে ঘিরে হিংসা ছড়ায় গোটা উপত্যকায়। জওয়ানদের লক্ষ্য করে পাথরবৃষ্টি করে বিক্ষোভকারীরা। একাধিক জায়গায় চলে হামলা। সোমবার একটি ভিডিও প্রকাশ পায়। অভিযোগ, যেখানে দেখানো হয়, বিক্ষোভকারীরা এক জওয়ানকে ঘিরে ধরে মাটিতে ফেলে অকথ্য অত্যাচার চালাচ্ছে।
এরপরই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এদিন দুই ক্রিকেটারই সোশ্যাল মিডিয়ায় জওয়ানদের ওপর হামলার তীব্র নিন্দা করেন। ক্ষিপ্ত গম্ভীর টুইটারে লেখেন, এক জওয়ানকে চড় মারলে অন্তত ১০০ জেহাদিকে খতম করো। যার স্বাধীনতা চাইছে বেরিয়ে যাও। কাশ্মীর আমাদের।
[embed]https://twitter.com/GautamGambhir/status/852429826795249664[/embed]
এখানেই থেমে থাকেননি তিনি। বাঁ-হাতি ক্রিকেটার আরও লেখেন, ভারত-বিরোধীরা ভুলে গিয়েছে যে আমাদের পতাকার রঙের মানে হল: গেরুয়া— যা আমাদের ক্রোধের আগুন, সাদা— জেহাদিদের শবদেহের আবরণ, সবুজ— সন্ত্রাসের প্রতি ঘৃনা।
[embed]https://twitter.com/GautamGambhir/status/852440259472248832[/embed]
বিক্ষোভকারীদের তাণ্ডবে ক্ষুব্ধ আরেক ক্রিকেটার সহবাগও। তিনিও টুইটারে লেখেন, এটা কোনওমতেই গ্রহণযোগ্য নয়। আমাদার সিআরপিএফ জওয়ানদের সঙ্গে এটা করা যায় না। এই শয়তানি রোখা দরকার। অভব্যতার একটা সীমা আছে।
[embed]https://twitter.com/virendersehwag/status/852452735672696832[/embed]