নয়াদিল্লি: উত্তরপ্রদেশের সরকারি স্কুলগুলিতে শিক্ষক পদে আবেদনকারীদের তালিকায় মহাত্মা গাঁধী থেকে শুরু করে অমিতাভ বচ্চন। আর মেধা তালিকার প্রথমে ৯৪ শতাংশ নম্বর সহ জ্বলজ্বল করছে মহাত্মা গাঁধীর নাম।
রাজ্যের শিক্ষাবিভাগের এক আধিকারিক প্রবীণ মনি ত্রিপাঠী বলেছেন, এ ধরনের নামের প্রায় ১৫ টি আবেদনপত্র এসেছে। তিনি আরও বলেছেন, প্রথমে আমরা মেধা তালিকা স্থগিত করে দিয়েছিলাম। এই আবেদনপত্রগুলি খতিয়ে দেখতে একটি কমিটিও গঠন করা হয়। কিন্তু বিস্তারিতভাবে আলোচনার পর আমরা মেধা তালিকায় ওই আবেদনপত্রগুলি রাখার সিদ্ধান্ত নিই।
মেধা তালিকায় দ্বিতীয় স্থানে যে প্রার্থী রয়েছেন তাঁর নাম আর্শাদ। কিন্তু পদবীটি অশালীন। ওই প্রার্থীরা কিন্তু শেষপর্যন্ত শিক্ষাবিভাগে যোগাযোগ করেনি। ত্রিপাঠী বলেছেন, এতেই বোঝা গিয়েছে, মেধা তালিকায় গোলমাল পাকাতে ও আধিকারিকদের বিপাকে ফেলতে ওই ভুয়ো আবেদনগুলি করা হয়েছিল।
বেসিক টিচিং সার্টিফিকেট যাঁদের রয়েছে তাঁর সহকারি শিক্ষক পদের জন্য উপযুক্ত। উত্তরপ্রদেশে ১৬,৪৪৮ টি পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। লখনউতে ৩৩ পদের জন্য এসেছে ৮০০ টি আবেদনপত্র।
উত্তরপ্রদেশে স্কুল শিক্ষকের পদে আবেদনকারীদের তালিকায় ‘গাঁধী’ থেকে ‘বচ্চন’
ABP Ananda, web desk
Updated at:
19 Aug 2016 04:11 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -