নয়াদিল্লি: আজ মহাত্মা গাঁধীর ১৪৮-তম ও লালবাহাদুর শাস্ত্রীর ১১৩-তম জন্মদিবস। তাঁদের দু’জনকেই শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা ট্যুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।


আজ সকালে রাজঘাটে গাঁধীর সমাধিস্থলে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, প্রবীণ বিজেপি সাংসদ লালকৃষ্ণ আডবাণীরা। রাজঘাটে গাঁধীর একটি মূর্তির আবরণ উন্মোচন করেন উপরাষ্ট্রপতি। বিজয়ঘাটে লালবাহাদুরের সমাধিস্থলেও তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।


এর আগে ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে গাঁধীর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি এই ভিডিওতে বলেছেন, ‘গাঁধী জয়ন্তীতে আমি বাপুকে শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর মহৎ চিন্তাধারা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। মহাত্মা গাঁধী জীবদ্দশায় যেমন ছিলেন, তেমনই এখনও সমান প্রাসঙ্গিক। তাঁর কাছে স্বাধীনতার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল পরিচ্ছন্নতা। তাঁর পথে হেঁটে আমাদের তাঁর ইচ্ছাপূরণ করতে হবে।’