নয়াদিল্লি: মহাত্মা গাঁধীকে বিজেপি সভাপতি অমিত শাহের চতুর বানিয়া কটাক্ষের নিন্দা ইতিহাসবিদ রামচন্দ্র গুহ, মহাত্মার পৌত্র গোপালকৃষ্ণ গাঁধীর।


বিজেপির সভাপতির মন্তব্য অশোভন, তিনি সম্যক মহাত্মা সম্পর্কে অবহিত নন, দেশের শাসক দলের একজন শীর্ষ নেতার মুখে এমনটা মানায় না বলে অভিমত জানান গুহ।

আর পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণের মন্তব্য, গাঁধী নিজের কার্টুন দেখে হাসতেন। অমিত শাহের মন্তব্যেও তিনি হেসেই ফেলতেন, তবে তার নির্মম রুচিহীনতা, তার পিছনে যে শয়তানি রয়েছে, সেজন্যই হেসে উঠতেন তিনি।

গতকালই বিজেপি সভাপতি রায়পুরে এক অনুষ্ঠানে মহাত্মাকে 'চতুর বানিয়া' বলেছেন, যা নিয়ে জোর আলোড়ন উঠেছে। কংগ্রেসকেও নিশানা করে তাঁর কটাক্ষ, দলটা কোনওদিনই নীতি, আদর্শের ভিত্তিতে চলেনি। স্রেফ স্বাধীনতা অর্জনের সংগ্রামের বিশেষ উদ্দেশ্যে মঞ্চ হিসাবে কাজ করেছে।