শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। আজ সোপিয়ানে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহম্মদ রফি ভাট সহ পাঁচজন জঙ্গিকে খতম করা হয়েছে। সেইসঙ্গে কুখ্যাত জঙ্গি বুরহান ওয়ানির গোটা দলটাকেই শেষ করে দেওয়া গেল। ১১ জনের মধ্যে ১০ জঙ্গিকেই খতম করা হয়েছে। একজন আত্মসমর্পণ করেছে। আজ বুরহানের সঙ্গী সাদ্দাম পাদ্দারকে খতম করা হয়েছে।
২০১৬ সালের ৮ জুলাই বুরহানকে খতম করে সেনাবাহিনী। তার সঙ্গীদের মধ্যে ছিল সাদ্দাম, আদিল খান্ডে, নাসির পন্ডিত, আফফাক ভাট, সাবজার ভাট, আনিস, ইসফাক দার, ওয়াসিম মল্লা, ওয়াসিম শাহ ও তারিক পন্ডিত। তাদের মধ্যে তারিক আত্মসমর্পণ করেছে। বাকিরা কেউই আর বেঁচে নেই। আজ সাদ্দামকে খতম করতে পেরে বড় সাফল্য পেয়েছে বলেই মনে করছে সেনাবাহিনী। নিরাপত্তারক্ষীদের আশা, বুরহানের এই ঘনিষ্ঠ সঙ্গী খতম হওয়ায় উপত্যকায় জঙ্গি কার্যকলাপ কমবে।
বুরহান ওয়ানির গোটা দল শেষ, ১০ জন খতম, এক জঙ্গির আত্মসমর্পণ
Web Desk, ABP Ananda
Updated at:
06 May 2018 07:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -