হায়দরাবাদ: ট্রাক বোঝাই যাচ্ছিল সিগারেট। সেই সিগারেটই লুঠ করল জনাতিরিশেক দুষ্কৃতী।
হায়দরাবাদের মুশিরাবাদ থেকে তিরুপতি যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে।
গাড়ির চালক অখিলেশ যাদব বিহারের বাসিন্দা। কোস্টাল রোডলাইনস সংস্থার ট্রাক নিয়ে শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ তিরুপতির উদ্দেশে রওনা দেন তিনি। রবিবার সকালে পৌঁছন আউটার রিং রোডে। তখনই তাঁর পিছু নেয় দুটি টাটা সুমো ও একটি লরি। শেষমেষ পেড্ডা অম্বরপেট এলাকায় তাঁর ট্রাক আটকে দেয় তারা।
অখিলেশ জানিয়েছেন, জনা তিরিশেক দুষ্কৃতী তাঁর ট্রাক ঘিরে ফেলে। ৮ জন ওপরে উঠে যায়, তাঁকে মারধর করে বেঁধে ফেলে। একজন ট্রাক চালিয়ে নিয়ে যায় বেশ কিছুটা দূরের এক জঙ্গলে। সেখানে এক ঘণ্টা ধরে ট্রাকের সব সিগারেট অন্য গাড়িতে তোলা হয়। তারপর তাঁকে ও তাঁর ট্রাককে ফেলে রেখে চম্পট দেয় তারা।
কোনওমতে নিজের বাঁধন খুলে অখিলেশ ট্রাক নিয়ে বড় রাস্তায় ওঠেন, খবর দেন পুলিশে।
রাস্তার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ। তাদের ধারণা, আন্তঃরাজ্য কোনও চক্র এই কান্ড ঘটিয়েছে।
হায়দরাবাদে ট্রাক লুঠল দুষ্কৃতীরা, নিল ৪ কোটি টাকার সিগারেট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Aug 2017 12:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -