নয়াদিল্লি: বাড়িতে বসেই হরিদ্বার, হৃষীকেশের গঙ্গার জল পেতে চান? চিন্তা নেই। কিছুদিনের মধ্যেই এই ব্যবস্থা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। পোস্ট অফিসের মাধ্যমেই গঙ্গা জল পৌঁছে যাবে বাড়িতে।
টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, ই-কমার্সের মাধ্যমে গঙ্গা জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। ডাক বিভাগকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। পিওনরা যদি মোবাইল ফোন, শাড়ি, গয়না পৌঁছে দিতে পারেন, তাহলে গঙ্গা জল নয় কেন? প্রশ্ন মন্ত্রীর।
রবিশঙ্কর আরও বলেছেন, এনডিএ সরকার ক্ষমতায় আসার পর ই-কমার্সের মাধ্যমে বিভিন্ন পণ্য সরবরাহ করার ফলে ডাক বিভাগের আয় ৮০ শতাংশ বেড়ে গিয়েছে। ২২,১৩৭ পোস্ট অফিসে কোর ব্যাঙ্কিং পরিষেবা চালু হয়েছে।
চলতি বছরের মধ্যেই শহরাঞ্চলের সব পোস্ট অফিসের পিওনদের স্মার্টফোন দেওয়া হবে। ২০১৭ সালের মার্চের মধ্যে গ্রামীণ অঞ্চলের এক লক্ষেরও বেশি পিওনকে বিশেষ যন্ত্র দেওয়া হবে। এই যন্ত্রের মাধ্যমে অর্থ আদান-প্রদান করা যাবে। পিওনরা চলমান এটিএম হয়ে যাবেন।
বাড়িতে বসেই হরিদ্বার, হৃষীকেশের গঙ্গাজল!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 May 2016 05:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -