চেন্নাইয়ের আম্বাত্তুরে প্রধানমন্ত্রী জন্মদিন পালনের আয়োজন করেছিল বিজেপির কৃষক সংগঠন। জানা গেছে, আয়োজকরা কৃষিসংক্রান্ত দলের উপনেতা মথুরামাকে স্বাগত জানাতে আতসবাজির আয়োজন করেছিলেন। এই সময়ই গ্যাস-ভরা বেলুনগুলি ফেটে যায়। বেলুনগুলির সামনে দাঁড়িয়ে থাকা লোকজন জখম হন। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই অনুষ্ঠানের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। চেন্নাইয়ের আম্বাত্তুরের কাছে পাডিতে বিজেপির কৃষি সংক্রান্ত দল ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল। ওই সময় ২০০০ বেলুন আকাশে ওড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল।
পাডির পদভাট্টামান কোইল স্ট্রিটে বিজেপির কৃষি সংগঠনের নেতা মুথুরামনকে স্বাগত জানাতে ১০০ জন সমবেত হয়েছিলেন।