নয়াদিল্লি: শনিবার তুঘলকাবাদে কন্টেনার ডিপোতে গ্যাস লিক হওয়ার ফলে ৪৫০ স্কুলপড়ুয়া অসুস্থ হয়ে পড়ার ঘটনায় নড়েচড়ে বসল জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লি সরকার, পরিবেশ ও বন মন্ত্রক এবং দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটিকে নোটিস দেওয়া হয়েছে।
এর আগে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের পক্ষে আইনজীবী সঞ্জয় উপাধ্যায় তুঘলকাবাদ থেকে কন্টেনার ডিপো সরিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। তাঁর দাবি ছিল, ওই ডিপো থাকার ফলে বায়ুদূষণ হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সেই ডিপো সরানো হয়নি। তারই ফলে গ্যাস লিক হয়ে এতজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে। গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপার্সন স্বতন্ত্র কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে। এ বিষয়ে আইনজীবী উপাধ্যায়কে আদালত-পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছে গ্রিন ট্রাইব্যুনাল।
গ্যাস লিক: কেন্দ্র, দিল্লি সরকারকে নোটিস গ্রিন ট্রাইব্যুনালের
Web Desk, ABP Ananda
Updated at:
08 May 2017 01:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -