মথুরা: গতিমানের গতি-ভঙ্গ! ষাঁড়কে ধাক্কা মারায় আগ্রা থেকে দিল্লির নিজামুদ্দিন স্টেশনে ফেরার পথে কিছুক্ষণের জন্য থমকে যেতে হল গতিমান এক্সপ্রেসকে। রেলওয়ে সূত্রে খবর, মথুরার প্রায় ৩০ কিমি দূরে রেললাইনে ঢুকে পড়েছিল একটি ষাঁড়। গতিমান এক্সপ্রেস ওই ষাঁড়কে ধাক্কা মারে। ফলে ২০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় দেশের সবচেয়ে দ্রুতগতির এই ট্রেনটিকে।
দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন গতিমান এক্সপ্রেস দিল্লি ও আগ্রার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ ১৬০ কিমি গতিবেগে চলে। দিল্লি থেকে আগ্রা যেতে সময় লাগে ১০০ মিনিট।
ষাঁড়কে ধাক্কা, গতিমানের গতি-ভঙ্গ!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 May 2016 09:44 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -