নয়াদিল্লি: পুলিশ পারছে না। এই পরিস্থিতিতে পথে নেমে গোরক্ষা করছে যারা, সেই গোরক্ষকদের শ্রদ্ধা করা উচিত। এমনই মন্তব্য করেছে বিশ্ব হিন্দু পরিষদ। দেশজুড়ে গোরক্ষকদের নির্বিচার তাণ্ডবের বিভিন্ন ঘটনার মধ্যেই এই মন্তব্য করেছে গৈরিক সংগঠন ভিএইচপি।
তথাকথিত গোরক্ষকদের হামলা ও কেন্দ্রের সাম্প্রতিক গবাদি বিধির বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিফ পার্টির আয়োজন করে প্রতিবাদ জানানো হচ্ছে। এই বিফ পার্টির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভিএইচপি। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, কয়েকটি রাজ্যে তো এ ধরনের পার্টি একটা বৈশিষ্ট্য হয়ে উঠেছে। এ ধরনের পার্টি ও গোহত্যা হিন্দুদের ভাবাবেগকে আহত করে বলেও মন্তব্য ভিএইচপি-র। তাদের বক্তব্য, এটা খুবই আশ্চর্য যে, যে পশুপ্রেমীরা জালিকাট্টু-র বিরোধিতা করেন, তাঁরা গো হত্যা নিয়ে মুখ ফিরিয়ে থাকেন।
ভিএইচপি বিফ পার্টির আয়োজকদের পর্ক পার্টি আয়োজনের চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছে।
সেই সঙ্গে তাদের বিবৃতিতে ভিএইচপি হুমকির সুরে বলেছে, ওই সব গোষ্ঠীগুলির অন্যায় কাজ হিন্দুদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছে। খুব শীঘ্রই তাদেরকে এর ফল ভুগতে হবে।
ভিএইচপি-র দাবি, গোরক্ষকরা কোথাও আইন নিজেদের হাতে তুলে নেননি। বরং পুলিশই নিজেদের ব্যর্থতা ঢাকতে গোরক্ষকদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে।
গোরক্ষকরা শ্রদ্ধার পাত্র, বলল ভিএইচপি, বিফ-পার্টির আয়োজকরা হিন্দুদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন, হুঁশিয়ারি
ABP Ananda, web desk
Updated at:
27 Jun 2017 02:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -