বিজয়ওয়াড়া (অন্ধ্রপ্রদেশ): ফের ‘দাদাগিরি’ স্বঘোষিত গো-প্রেমীদের! এবার অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীতে।


পুলিশ জানিয়েছে, অমলাপুরম টাউনের জানকিপেটায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে একটি গোরু মারা যাওয়ার পর সেটির মালিক এক কৃষক দলিত সম্প্রদায়ভুক্ত দুভাইকে লাগান, গোরুটিকে মাটিচাপা দেওয়ার আগে তার চামড়া ছাড়িয়ে ফেলতে। খবর পেয়ে চলে আসে স্বঘোষিত গো-রক্ষকরা। তাদের কে বোঝাবে যে, গোরুটি বিদ্যুতের ছোবলে মরেছে! মোকাটি এলিশা ও লেজার নামে ওই দুজনই গোরুটিকে হত্যা করেছে বলে সন্দেহ প্রকাশ করে তাদের মারধর করে তারা। দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। একজনের অবস্থা সঙ্কটজনক। পুলিশ তফসিলি জাতি ও উপজাতি আইনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করেছে।

গত মাসে গুজরাতে দলিত পরিবারকে মৃত গোরুর চামড়া ছাড়ানোয় মারধরের অভিযোগ ঘিরে সর্বত্র এমনই শোরগোল হয় যে, বিরোধীদের আক্রমণের মুখে তিনদিন আগে মুখ খুলে তথাকথিত গোরক্ষকদের ‘সমাজবিরোধী’ আখ্যা দিয়ে প্রকাশ্যে তাদের বাড়াবাড়ির নিন্দা করেন। এমনকী পরে ‘ভুয়ো’ গোরক্ষকদের থেকে সতর্ক থাকার পরামর্শও দেন। এও বলেন, ‘মারতে হলে আমায় মারুন, কিন্তু আমার দলিত ভাইদের নয়’। কিন্তু তারপরও বেপরোয়া স্বঘোষিত গোরক্ষকরা কার্যত তাঁর কথা কানেই তুলছে না।