বেঙ্গালুরু: সাংবাদিক গৌরী লঙ্কেশকে গুলি করে খুনের ঘটনায় শোকপ্রকাশ করলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।
লঙ্কেশের হত্যার ঘটনায় শোকাহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, বেঙ্গালুরুতে সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যায় শোকাহত। অত্যন্ত দুর্ভাগ্যজনক। একইসঙ্গে আশঙ্কার। আমরা বিচার চাই।


[embed]https://twitter.com/MamataOfficial/status/905105330920579073[/embed]

কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী বলেন, সত্যের আওয়াজ এভাবে স্তব্ধ করা যাবে না। গৌরী লঙ্কেশ আমাদের হৃদয়ে রয়েছেন।


https://twitter.com/OfficeOfRG/status/905118593079140352

ঘটনার তীব্র নিন্দা করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। হামলাকে তিনি জঘন্য অপরাধ বলে উল্লেখ করেন। তিনি এ-ও জানান, এটি গণতন্ত্রের হত্যা।


[embed]https://twitter.com/siddaramaiah/status/905101591010656256[/embed]

https://twitter.com/siddaramaiah/status/905101637773017088

হামলার নিন্দা করেছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। এই প্রসঙ্গে তিনি ঘুরিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন। তাঁর প্রশ্ন, কে এদেশে ঘৃণা, হিংসা, অসহিষ্ণুতার পরিবেশ সৃষ্টি করেছে?


[embed]https://twitter.com/SitaramYechury/status/905104952707629056[/embed]

https://twitter.com/SitaramYechury/status/905110951577489408

ঘটনার শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। তিনি বলেন. আমরা যে কোনও ধরনের হিংসার বিরুদ্ধে।

https://twitter.com/Ra_THORe/status/905116511223685120

বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক পি মুরলীধর রাও বলেন, অত্যন্ত নিন্দনীয়। এখন সিদ্দারামাইয়া সরকারকে দোষীদের শাস্তি দিয়ে দেখাতে হবে।

https://twitter.com/PMuralidharRao/status/905118108582428672

https://twitter.com/pbhushan1/status/905093144072433664

প্রসঙ্গত, মঙ্গলবার রাত আটটা নাগাদ বেঙ্গালুরুর রাজা রাজেশ্বরী এলাকায় নিজের বাড়িতেই আততায়ীদের গুলিতে খুন হন বিশিষ্ট সাংবাদিক গৌরী লঙ্কেশ।