গত ৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজের বাড়ির বাইরেই খুন হন গৌরী। তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। হিন্দুত্ববাদীদের বিরুদ্ধেই গৌরীকে খুন করার অভিযোগ উঠেছে। দেশজুড়ে সাংবাদিক সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত হত্যাকারীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। আজ কর্ণাটকের ডিজি বলেছেন, গৌরীকে খুন করার আগে হত্যাকারীরা এক সপ্তাহ বেঙ্গালুরুতে ছিল বলে সন্দেহ করছেন তাঁরা। তাদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানানো হচ্ছে।
গৌরীর আগে কর্ণাটকেই খুন হন নরেন্দ্র দাভলকর, গোবিন্দ পানসারে, এম এম কালবুর্গির মতো যুক্তিবাদীরা। প্রতিটি হত্যাকাণ্ডেই অভিযোগের তির হিন্দুত্ববাদী সংগঠনগুলির দিকে। যদিও ডিজি-র দাবি, পেশাগত কারণে গৌরীকে খুন করা হয়েছে এমন কোনও তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকারীদের চিহ্নিত করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।