নয়াদিল্লি: সোজাসাপ্টা ও অর্থবহ কথা বলা বা মনোভাবের জন্য সদা-পরিচিত ক্রিকেটার গৌতম গম্ভীর। আর সেই মনোভাবের আবারও উদাহরণ তুলে ধরলেন তিনি।


টুইটারে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন গম্ভীর। সেখানে যেমন উঠে এসেছে সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানোর প্রসঙ্গ, তেমনই এসেছে রাম রহিম ইস্যুটিও।


সম্প্রতি, সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে একটি টুইট করেন গম্ভীর। সেই নিয়ে বিতর্কও হচ্ছে। এরমধ্যেই এবার গুরমীত রাম রহিমকে আক্রমণ করে টুইট করলেন তিনি।


https://twitter.com/GautamGambhir/status/901307025291747329

শনিবার, মাইক্র-ব্লগিং সাইটে গোতি লেখেন, ‘চিন্তা করছি এই ‘ইনসান’ ও তার অপকর্ম দেখে রাম ও রহিম কী ভাবছেন। এ হল ধর্মীয় মার্কেটিংয়ের আদর্শ উদাহরণ।’


https://twitter.com/GautamGambhir/status/901518638158495744

পরের দিন অর্থাৎ রবিবার ক্রিকেটার লেখেন, 'বর্ডার পর টেররিস্ট, অন্দর বাবা রেপিস্ট..'। অর্থাৎ, ‘সীমান্তে জঙ্গি, ভেতরে ধর্ষক বাবা।'  তিনি একইসঙ্গে যোগ করেন, 'আর আমরা ফেঁসে রয়েছি সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো উচিত কি না বিতর্কে। সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।’


প্রসঙ্গত, বিরাট কোহলি এবং জাহির খান সহ দেশের একাধিক শীর্ষস্থানীয় ক্রিকেটারের সঙ্গে রাম রহিমের যোগাযোগের অভিযোগ উঠেছে। রাম রহিম এমনও দাবি করেছেন, তিনি কোহলি, ইউসুফ পাঠান, এমনকী প্রাক্তন পাক কিংবদন্তি বোলার ওয়াকার ইউনিসকে 'কোচিং'-ও করিয়েছেন।