নয়াদিল্লি: এবার সেলফ-আইসোলেশনে গৌতম গম্ভীর। ভারতের প্রাক্তন ক্রিকেটারের বাড়িতে করোনা হানা দিয়েছে। যার জেরেই তিনি আইলোলেশনে চলে গিয়েছেন বলে জানান গম্ভীর।


তিনি নিজে করোনা আক্রান্ত হয়েছেন কি না, তা অবশ্য এখনও জানতে পারেননি গম্ভীর। তাঁর কোভিড টেস্ট হয়েছে। আপাতত অপেক্ষা করছেন রিপোর্ট পাওয়ার। তবে মাঝে তাঁর সংস্পর্শে আশা সকলকে করোনবিধি মেনে চলার কথা মনে করিয়ে দিয়েছেন এই বিজেপি সাংসদ।

সোশ্যাল মিডিয়ায় আইলোলেশনে যাওয়ার খবর দিয়ে গম্ভীর লিখেছেন, বাড়িতে একজন করোনা আক্রান্ত হওয়ায় আমি আইসোলেশনে রয়েছি। অপেক্ষা করছি কোভিড পরীক্ষার ফলাফলের। সবার কাছে অনুরোধ সমস্ত বিধি মেনে চলুন। বিষয়টিকে মোটেই হালকা ভাবে নেবেন না। সতর্ক ও সুস্থ থাকুন।



গত চব্বিশ ঘণ্টায় ৪৭,৬৩৮ জন নতুন আক্রান্তকে মিলিয়ে আপাতত ভারতের মোট করোনা সংক্রামিতের সংখ্যাটা পেরিয়ে গিয়েছে ৮৪ লক্ষ।  গত ২৪ ঘণ্টায় ৫৪, ১৫৭ জন সহ মোট সুস্থ হওয়ার সংখ্যাটা সাড়ে ৭৭ লক্ষ পেরিয়েছে। এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫ লক্ষ ২০ হাজার।

ভারতে এই মুহূর্তে যদিও করোনার ধাক্কার রেশ কিছু কমেছে। তবে দিল্লিতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে বলেই দিনকয়েক আগে জানিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল।