হায়দরাবাদ: ভারতে ‘স্ট্রোক অ্যাম্বাসাডর’ নিযুক্ত হলেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। দশম বিশ্ব স্ট্রোক কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এবারের স্ট্রোক কংগ্রেসের আয়োজন করেছে ভারতের স্ট্রোক অ্যাসোসিয়েশন। সেখানেই এই রোগের বিষয়ে সচেতনতা প্রচারের কাজে গাওস্করকে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাওস্কর এই নতুন দায়িত্ব পেয়ে খুশি। তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমার দীর্ঘ ক্রিকেটজীবনে রান করার জন্য স্ট্রোক খেলতাম। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা স্ট্রোক আমার আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই স্ট্রোক আমাকে অক্ষম করে দিতে পারে অথবা আমার ইনিংস শেষ করে দিতে পারে। সেটা হল ব্রেন স্ট্রোক। বিশ্বজুড়ে অক্ষমতা এবং মৃত্যুর অন্যতম কারণ হল স্ট্রোক। ভারতে যুবকরা তাদের জীবনের সৃষ্টিশীল পর্বে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। আমাদের স্ট্রোকের বিরুদ্ধে জিততেই হবে।’
বিশ্ব স্ট্রোক কংগ্রেসের যুগ্ম চেয়ারম্যান জেয়ারাজ পান্ডিয়ান বলেছেন, প্রতি বছর ভারতে ১৭ মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে যুবকরা আক্রান্ত হচ্ছেন। বেশিরভাগ সরকারি হাসপাতালেই স্ট্রোকের চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো নেই। তাই বেসরকারি হাসপাতালগুলিতে পরিকাঠামো গড়ে উঠেছে।
ভারতে স্ট্রোক সচেতনতা প্রচারে গাওস্কর
Web Desk, ABP Ananda
Updated at:
27 Oct 2016 06:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -