নয়াদিল্লি: চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) অর্থনৈতিক বৃদ্ধির হার ফের ৭ থেকে ৭.৫ শতাংশে পৌঁছবে বলে আশা প্রকাশ করলেন নীতি আয়োগের নতুন ভাইস-চেয়ারম্যান রাজীব কুমার।


সেন্ট্রাল স্ট্যাটিসটিক্স অফিস বা সিএসও-র সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই আর্থিক বছরে এপ্রিল থেকে জুনের মধ্যে জাতীয় আয় বৃদ্ধির হার গত ৩ বছরে সর্বনিম্ন, মাত্র ৫.৭%।


ঠিক আগের ত্রৈমাসিকে এই হার ছিল ৬.১% ও গত বছর এই সময়ে ছিল ৭.৯%। নোটবাতিল ও জিএসটির মত ধাক্কার জেরেই আর্থিক বৃদ্ধির হার কমেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা।


এই প্রেক্ষিতে, এদিন রাজীব কুমার বলেন, আমি যথেষ্ট আশাবাদী যে দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থনীতির বৃদ্ধির হার ৭ থেকে ৭.৫ শতাংশ ছোঁবে।


তাঁর দাবি, জিএসটি-র ফলে কর ব্যবস্থায় অনেক স্বচ্ছতা এসেছে। এবছর বর্ষাও ভাল পরিমাণে হয়েছে। পাশাপাশি, প্রচুর প্রত্যক্ষ ও পরোক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে। সব মিলিয়ে দেশের আর্থিক বৃদ্ধির হার ফের ঘুরে দাঁড়াবে।


প্রসঙ্গত, এদিনই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব নেন রাজীব। তিনি অরবিন্দ পানাগারিয়ার স্থলাভিষিক্ত হলেন।